Friday, September 5, 2014

সাইফুলের কাগজপত্র






সাইফুলের কাগজপত্র সংক্রান্ত বিষয়ে আব্বাকে যে লিস্ট তৈরী করে দেয়া হয়েছেঃ
১। সাইফুলের কোম্পানির কোন TIN (Tax ID no.) নাই।

২। কোন VAT রেজিস্ট্রেসন নাই
৩। ব্যাঙ্ক একাউনন্ট নাই
৪। ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট নাই
৫। ট্রেড লাইসেন্স নাই
৬। সাইফুল তার কোম্পানির যে ঠিকানা ব্যবহার করেছে তা একটা বাড়ির ঠিকানা।

আজকে সাইফুল তার ব্যয় বাবদ একটি তালিকা দিয়েছে তা এটাচ করে দেয়া হয়েছে আবার এখানে লিখছি, আমার মতামত সহঃ
১। সাব্বির সাহেবকে প্রাথমিক বায়না বাবদ ২,০০,০০০/০০ টাকা---এখানে বায়না বাববদ এই টাকা দেয় নাই এটা দিয়েছে দালালি/ঘুষ বাবদ, তবুও এটা ফেরত যোগ্য
২। বিদেশে কাগজ পাঠান বাবদ- ১৬,৫০০/০০-- এই টাকা দেয়া যেতে পারে
৩। কাগজ পত্র তৈরি বাবদ-৩০,০০০/০০-- এমন কোন কাগজ তৈরি হয় নাই
৪। উকিল বাবদ-(২জন)- ৫০,০০০/০০-- আমরা কোন দলিল পত্র দেই নাই যার জন্য উকিল নিয়োগের প্রয়োজন হয়েছে
৫। যাতায়াত- ৩০,০০০/০০-- আমাদের কোন কাজে তাদের কোন যাতায়াতের প্রয়োজন হয় নাই
৬। কর্মচারি, কর্মকর্তা, ইঞ্জিনিয়ার বেতন- ৫,০০,০০০/০০ তার অফিসের কর্মচারিদের বেতনাদি আমাদের পরশোধের কোন কারন নাই
৭। অফিসও ভাড়া/অন্যান্য- ৬,০০০/০০-- তার কোন অফিস নাই আর থাকলেও তার অফিসের ভারা আমাদের দেয়ার কোন কারন  বাঁ যুক্তি নাই।
মোট ৮,৮৬,৫০০/০০ (আট লক্ষ ছিয়াশি হাজার পাচশত টাকা দাবি করেছে এখান থেকে মাত্র ২,১৬,৫০০/০০ (দুই লক্ষ ষোল হাজার পাচ শত) টাকা ফেরত দেয়া যেতে পারে তবে সে নিজে   এমন বিল্ডিং নির্মানের সম্পুর্ন যোগতা অর্জন না করে আমাদের কাজে অহেতুক বিলম্ব করে ক্ষতি করেছে যার পরিমান ৫০,০০,০০০/০০ হতে পারে। এই টাকা আগে পরিষধ করা উচিত।

Thank you & best regards.
335 West Pirerbagh
Mirpur, Dhaka-1216
Dhaka, Bangladesh

No comments:

Post a Comment